• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

২২ ডিসেম্বর শুরু ৪৪ বিসিএসের বাতিল মৌখিক পরীক্ষা

টিএন২৪ ডেস্ক ০৩ ডিসেম্বর, ২০২৪ ০৬:২২ পিএম

৪৪তম বিসিএসের বাতিল হওয়া মৌখিক পরীক্ষা পুনরায় গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৪তম বিসিএসের বাতিল হওয়া মৌখিক পরীক্ষা পুনরায় গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী- আগামী ২২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা নেওয়া হবে। প্রথম দফায় শুধু কারিগরি বা পেশাগত ক্যাডার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা গত জুলাইয়ে স্থগিত করেছিল পিএসসি। সেই পর্যন্ত যে তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তা বাতিল করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

গত ১৮ নভেম্বর পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে নতুন সময়সূচি করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।