• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

টিএন২৪ ডেস্ক ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৬ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। 

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তাদের কৃতিত্বে পুরো জাতি গর্বিত।

আন্টিগায় প্রথম ম্যাচে না পারলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটাও তাতে বাংলাদেশ জয় দিয়েই শেষ করেছে। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ।