দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৮৭ কোটি টাকা। সোমবার (২ ডিসেম্বর) আধা ঘণ্টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ দশমিক ৩৫ পয়েন্ট।
সোমবার (২ ডিসেম্বর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২৪ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২২২ দশমিক ৪০ পয়েন্টে ও ১ হাজার ১৭৪ দশমিক ৭৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ দশমিক ৫০ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৮টির কোম্পানির শেয়ারের, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার।