• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবি

নিজস্ব প্রতিবেদক ২৪ নভেম্বর, ২০২৪ ০৯:০৫ এএম

আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানকে পদত্যাগের দাবিতে সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানকে পদত্যাগের দাবিতে সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তাদের পদত্যাগের আল্টিমেটামও দেওয়া হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে দেখা করে ৪০ সদস্যের একটি টিম দুই ডিজির পদত্যাগের আল্টিমেটাম দেন।

নির্ধা‌রিত সম‌য়ে পদত্যাগ না কর‌লে পরে ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনে সর্বদলীয় ডাক দি‌য়ে‌ছেন।

এসময় গভর্নর ব্যাংকার‌দের বলেন, আপনারা ধৈর্য ধরুন। বিষয়টি দেখছি। 

এদিকে, এদিন দুই দফায় ডিজি নূরুন নাহারের সঙ্গে দেখা করেও একই দাবি জানান কর্মকর্তারা।