গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও। এই পরিস্থিতিতে ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে।
এবার অভিযোগ উঠতে শুরু করেছে ইসরায়েলের ভেতর থেকেও। ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
ইয়ালন ইসরায়েলি মিডিয়াকে বলেছেন, নেতানিয়াহুর অতি-ডানপন্থি মন্ত্রিসভার কট্টরপন্থিরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে।
অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ইয়ালনকে “নিন্দিত মিথ্যা” ছড়ানোর জন্য অভিযুক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’রও বলেছেন, তার অভিযোগ ভিত্তিহীন।