• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

নোয়াখালীতে বাড়ছে শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর, ২০২৪ ০৫:১১ এএম

নোয়াখালীতে দিন দিন তাপমাত্রা কমে বাড়ছে শীতের প্রকোপ। গত এক সপ্তাহ ধরে ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা।

নোয়াখালীতে দিন দিন তাপমাত্রা কমে বাড়ছে শীতের প্রকোপ। গত এক সপ্তাহ ধরে ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। সড়কে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।

জানা গেছে, দিনেরবেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা বেশি অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ও গতি কমিয়ে যাতায়াত করছে।

এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে খেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। তারা সময় মতো কাজে যেতে পারছেন না। শীতের কবলে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের হতদরিদ্র মানুষগুলো।