নেত্রকোনার বারহাট্টায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে।
আজ মঙ্গলবার (০২ মে) উপজেলার বাউসি ইউনিয়নের প্রেমনগর ছালিপুড়া গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই স্কুল ছাত্রীর নাম মুক্তি বর্মণ। প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও ছালিপুড়া গ্রামের নিখিল বর্মণের মেয়ে মুক্তা। আর অভিযুক্ত বখাটের নাম কাউসার মিয়া (১৭)। সে একই এলাকার মসুদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কাউসার বিভিন্ন স্কুলের ছাত্রীদের ব্যতিব্যস্ত (উত্যক্ত) করে। এলাকাতে বখাটে কাওসার নামে পরিচিত। বারবার মুক্তাকে ব্যতিব্যস্ত করলে কাওসারের পরিবারকে জানানো হয়। এতে করে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কাওসার। মুক্তা স্কুলে যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়। ঈদগাহ মাঠ পর্যন্ত পৌঁছালে মুক্তাকে একা পেয়ে দা দিয়ে কুপায় কাওসার। ডাক চিৎকারে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মুক্তা মরা যায়।
এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন সাবেক ইউপি সদস্য মোবারক মিয়া।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ ঘটনা সত্যতা ণিশ্চিত করে বিডি নিউজ বুককে বলেন, 'ঘটনাটি জানার পর থানা-পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত কাওসারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।'