• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

এবার উন্নয়ন বাজেট কমানো হবে: পরিকল্পনা উপদেষ্টা

টিএন২৪ ডেস্ক ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:১৪ এএম

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এবার উন্নয়ন বাজেট কমানো হবে। এছাড়া আগের সরকারের রেখে যাওয়া উন্নয়ন বাজেট বাস্তবায়নও অন্যান্যবারের চেয়ে এবার কমেছে বলে জানান তিনি।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এবার উন্নয়ন বাজেট কমানো হবে। এছাড়া আগের সরকারের রেখে যাওয়া উন্নয়ন বাজেট বাস্তবায়নও অন্যান্যবারের চেয়ে এবার কমেছে বলে জানান তিনি।

সোমবার (২৫ নভেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা। একনেক সভায় মোট ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। 

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে। এজন্য এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নও অনেক কম হয়েছে। কারণ এই উন্নয়ন বাজেট গত সরকারের করা ছিল। বর্তমানে উন্নয়ন বাজেট থেকে অনেক প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। আবার গত সরকারের সঙ্গে অনেক প্রকল্প পরিচালকও চলে গেছেন। এসব জায়গায় নতুন নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দিতে হচ্ছে।

তিনি বলেন, আগের সরকার রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প হাতে নিয়েছিল, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব প্রকল্পই বাদ যাবে। যেহেতু আমরা রাজনৈতিক কোনো ব্যক্তি নই, সেহেতু আমাদের নিজস্ব কোনো প্রকল্পও নেই। আমরা সামগ্রিকভাবে দেশের কল্যাণে প্রকল্প নেব বলেও জানান তিনি। 

একনেক সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৯১৫ কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক তহবিল ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

Tags:   খবর