‘সাদা সাদা, কালা কালা... রঙ জমেছে সাদা কালা’ গানের সরে, ছন্দে মজেছিলেন বাংলাদেশের নানান বয়সীরা। 'হাওয়া' চলচিত্রটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্য়ালে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন কিন্তু তানজানিয়ার কিলি পলকে চেনেন না এমন মানুষ খুবই কম। আর সেই গানের সুরে গানটি গাইলেন আফ্রিকার তানজানিয়ার কিলি পল।
'হাওয়া'-ছবিতে চান মাঝির ভূমিকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। দর্শকদের ভীষণ মনে ধরে এই ছবির গল্প, গান ও সুর। গানটির মাধ্যমে আরও জনপ্রিয় হয়ে ওঠেন এই অভেনেতা।
এবার কিলি পলের গলায় শোনা গেল.. 'তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী... বসন্তকালে তোমায় বলতে পারিনি'। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই।
তানজানিয়ার কিলি পল গানটি গেয়ে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি চঞ্চল চৌধুরীকে।
ভিডিওতে দেখা যায় কিলি পল নাচের সঙ্গে সেই গানটি গাইছেন। তাঁর কণ্ঠে শোনা যায়, ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী... বসন্তকালে তোমায় বলতে পারিনি’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন কিলি পল ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব..’।
কিলি পলের গলায় এই বাংলা গান শুনে উচ্ছ্বসিত অনেকেই। এর আগে 'আবার বিবাহ অভিযান' গানে একটি রিল বানিয়েছিলেন কিলি পল। টাইটেল ট্র্যাকে নেচে একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই গান। সৌমিক হালদার পরিচালিত আবার বিবাহ অভিযানের টাইটেল ট্র্যাক লিখেছিলেন ও গেয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য সঙ্গীত পরিচালনা করেছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়।