• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বারহাট্টার উদ্যোক্তারা পেল কৃষি যন্ত্রপাতি ও বীজ-সার

বারহাট্টা প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নেত্রকোনার বারহাট্টায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে ৬০ জন উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি ধান বীজ-সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (০৬ নভেম্বর ) উপজেলার প্রাণিসম্পদ  সভা কক্ষে এসব বিতরণ করা হয়।

বিতরণ করা উপকরণগুলোর মধ্যে রয়েছে- খড়কাটার মেশিন, সাবমারসিবল,  স্যালো মেশিন, জেনারেটর, নৌকা ও উন্নত কৃষি যন্ত্রপাতি।   

এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় উদ্যোগে ইউসিবি এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কেন্দুয়া  শাখার ব্যবস্থাপক  মো. ইকবাল কবির। 


দিনব্যাপী এ প্রশিক্ষণে বক্তব্য দেন- উপজেলার প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শিহাব উদ্দিনসহ প্রমুখ।

 মো. ইকবাল কবির জানান, এ উপজেলার ৬০ জন উদ্যোক্তাদের মাঝে ৯ লাখ টাকার এসব উপকরণ বিতরণ করা হলো। এতে করে কৃষির আরও উন্নয়ন হবে। 

Tags: