সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীর রেল ও সড়কপথ প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবরোধ করে রাখার পর তা প্রত্যাহার করেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে তারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ঢিলের আঘাতে এক শিশু রক্তাক্ত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। অবরোধের কারণে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধের কারণে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ব্যাহত হয় রেল যোগাযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেরিয়ে সাড়ে ১১টার দিকে মহাখালীতে সড়ক অবরোধ করেন এবং মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেন। এ সময় তারা একটি ট্রেন থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক ওই ট্রেনটি থামাতে না পেরে চলতে থাকে। ট্রেনটি চলতে থাকায়, শিক্ষার্থীরা মিছিল থেকে ট্রেনের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এর ফলে ট্রেনে থাকা এক শিশু এবং আরও কিছু যাত্রী আহত হন।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। অবরোধ তুলে নেয়া হয়েছে। রেল যোগাযোগ চালু হয়েছে।