• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী: ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক ১৭ নভেম্বর, ২০২৪ ০৬:২৭ পিএম

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে, তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে, টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ১৭ নভেম্বর (রবিবার) দুপুর ১২ টায় ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যকে সংহত করতে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সৈকত আরিফ বলেন, "জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছে। এই লড়াইয়ে পুরনো সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ছাড়া যে আমরা আর একচুলও আগাতে পারবো না, সে বিষয়ে জনগণের মাঝে ঐক্যমত্য তৈরী হয়েছে; আকাঙ্খা তৈরী হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের। 

তিনি বলেন, "মওলানা ভাসানী বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। স্বাধীন বাংলাদেশে ফারাক্কা বাঁধ দিয়ে পানি প্রত্যাহারের প্রতিবাদে লংমার্চ সংগঠিত করেছিলেন। আমরা যখনই কোন জাতীয় সংকটে পড়েছি আমাদের বার বার ফিরতে হয়েছে ভাসানীর কাছে। ভাসানী আমাদের দিশা দেখিয়েছেন, সামনের বাংলাদেশের ভাসানী আমাদের জন্য দিশা রেখে গেছেন। আমরা এমন পৃথিবীর জন্য লড়ছি যেখানে আমরা প্রত্যেক প্রাণের হক আদায় করতে হবে। দুনিয়া থেকে সমস্ত জুলুম, অত্যাচার, শোষণ-নিপীড়ন থেকে মুক্ত করবো।"

শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বিথী, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, ঢাকা নগর শাখার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন খান, প্রচার সম্পাদক সজল আহমেদ, টাঙ্গাইল জেলা প্রচার সম্পাদক তৌহিদা স্বপ্নীলসহ নেতৃবৃন্দ।

- প্রেস বিজ্ঞপ্তি

Tags:   খবর