• বুধবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৫
logo

লিভারের ক্ষতিতে পাঁচ বদভ্যাস

ফিচার ডেস্ক ১৫ জানুয়ারী, ২০২৫ ০২:২৪ পিএম

লিভারের ক্ষতি হলে- ওজন বাড়ে, বদ হজম হয়, কাজ করার শক্তি থাকে না।

শুধু খাদ্যাভাসে নয় মানুষের কিছু বদভ্যাসেও লিভারের সমস্যা হয়। লিভারের ক্ষতি হলে- ওজন বাড়ে, বদ হজম হয়, কাজ করার শক্তি থাকে না। শারীরিক সমস্যা দূর করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু বদভ্যাস পরিহার করা উচিত। 

পর্যাপ্ত ঘুমের অভাব

পর্যাপ্ত ঘুমের অভাবে নানাবিধ সমস্যা দেখা দেয়। ফলে কাজে মনযোগ আসে কম। এছাড়া ঘুমের অভাবে লিভারের উপর অক্সিডেটিভ চাপ বাড়ে।  

পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা

পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে লিভারের সমস্যা দেখা দেয়। বিশেষ করে শীতকালে। ঠান্ডার কারণে অনেকে পানি পান করেন না। সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করুন। সারাদিনে অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত। এটি লিভারের কার্যকারিতায় বিশেষ ভূমিকা পালন করে। বিশেষত, লিভার থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।

মদ্যপান

এক ফোটা মদও লিভারের জন্য ক্ষতিকর। লিভারের প্রদাহ বাড়ায়। অত্যধিক মদ্যপানের জেরে অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়। 

চিনি খাওয়া

এক চামচ চিনি খাওয়াতে ক্ষতি নেই। তাছাড়া বাজারে আজকাল প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত চিনি থাকে। তা মোটামুটি স্বাস্থ্যকর। এছাড়া বিস্কুট, কেক থেকে শুরু করে কোল্ড ড্রিংক্সেও চিনি রয়েছে। অধিক পরিমাণে চিনি যুক্ত খাবার খেলে লিভারের ক্ষতি অনিবার্য। ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অনেকাংশে দায়ী চিনি। 

শরীরচর্চার অনীহা

অলস জীবনযাপনের কারণে শরীরে একাধিক রোগ বাসা বাধে। তার মধ্যে লিভারের সমস্যা অন্যতম। শরীরচর্চা না করলে শরীরের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়া কার্যকর থাকে না। ফলে লিভারের ক্ষতিগ্রস্ত হয়।