নিয়মিত চা পান করলে শরীরের রক্তে উপস্থিত টক্সিক উপাদান বের করতে বিশেষ ভূমিকা রাখে লেবু। দেহে টক্সিন যতো কমতে থাকে, মস্তিষ্ক ততো চনমনে হয়। ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেস লেভেল কমতে শুরু করে।
এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। শরীর স্বাস্থ্যের কথা ভেবে এখন অনেকেই দুধ চা এড়িয়ে চলেন। আবার অনেকের পেটে সমস্যার কারণও লেবু দিয়ে চা পান করতে পছন্দ করেন। তাহলে জেনে নেওয়া যাক স্বল্প বিস্তর আলোচনা-
সংক্রামক রোগ: শীতকালে সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর এসব যেন নিয়তি। সকালে কান থেকে পা অবদি ঢেকে বাসা থেকে বের হচ্ছেন, রাতে ফিরে দেখেন পানি খেতে গেলে গলায় আটকাচ্ছে। এমন অসময়ে প্রকৃত বন্ধু হতে পারে লেবু চা। অল্প পরিমাণে মধু মিশিয়ে খেলে পাবেন বেশি উপকার।
ওজন কমাতে: বর্ধিত ওজন কমাতে চাইলে প্রতিদিন সকালে লেবু চা পান করা একটি ভালো উপায়। এর বিভিন্ন গুণাবলী আপনার শরীরের চর্বি কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে।
হৃদযন্ত্রের স্বাস্থ্যে: লেবুতে থাকা উদ্ভিদ ফ্ল্যাভোনয়েড শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে এক কাপ লেবু চা পান করলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হয়।
শরীর থেকে টক্সিন সরাতে: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। প্রতিদিন সকালে এক কাপ চা পান করলে শরীর থেকে টক্সিন দূর হয় এবং পাচনতন্ত্রের জন্যও উপকারী। লেবু চা ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ : লেবু চা ইনসুলিন নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। এছাড়াও শরীরে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পেতে বাধা দেয়। এছাড়াও, এই চা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। তদুপরি, লেবু চা মেটাবলিজম উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।