• বুধবার ১৫ জানুয়ারী, ২০২৫
logo

‘ফেব্রুয়ারিতে অসম চুক্তির সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে’

টিএন২৪ ডেস্ক ১৪ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৫ পিএম

ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে বৈঠক হবে সেখানে অসম চুক্তির সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে বৈঠক হবে সেখানে অসম চুক্তির সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে এখন উত্তেজনা নেই। সব স্বাভাবিক আছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। এসব বিষয়েও মিটিংয়ে আলোচনা করে সমাধান করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মামলার তদন্তভার, পুলিশের হাতেই থাকছে। অন্য কোনো সংস্থাকে দেয়ার সুযোগ নেই। বিশেষ ট্রাইব্যুনালেও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করছে।

সার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে, অতিরিক্ত মুনাফা নেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং অভিযুক্ত ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।