টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিখোঁজের তিন ঘন্টা পর উপজেলা পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ওই শিশু উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক লতা খাতুনের ছেলে। লতা উপজেলা সরকারী কোয়াটারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুকুরে পনিতে পড়ে মারা যাওয়া শিশুটির নাম মো. আয়ান রহমান (৬)। আজ মঙ্গলবার সকাল ১০ টায় আয়ানের জানাজা নামাজ উপজেলা মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে সোমাবার (২৭ মে) দুপুর দুইটার দিকে নিখোঁজ হলে বিকেল পাঁচটার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। সে বেসরকারী একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে-শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে সবার অজান্তে বাসা থেকে বের হয় আয়ান। এরপর তাঁকে উপজেলার ভিতরে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করা হয়। খোঁজাখোঁজি’র এক পর্যায়ে উপজেলার পুকুর পাড়ে তাঁর পায়ের জুতা পাওয়া গেলে সবার সন্দেহ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও আত্মীয়স্বজনরা উপজেলা পুকুর থেকে শিশু আয়ানের মরদেহ উদ্ধার করে।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ওসির উপস্থিতিতে শিশুটির মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’