সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলেছে পাথর বোঝাই জাহাজটি।
জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যা ছয়টা পর এমভি আবদুল্লাহ সন্ধ্যা কুতু্বদিয়া চ্যানেলে নোঙর করে। তবে জাহাজে থাকা নাবিকরা চট্টগ্রামে ফিরবেন মঙ্গলবার বিকেলে। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কেএসআরএমের জেটিতে তাদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে।
জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ সোমালিয়া থেকে গত ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে। সেখানে কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল মিনা সাকার বন্দরে যায় জাহাজটি। ওই বন্দর থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। এদিন সকালেই বাংলাদেশের জলসীমায় পৌঁছে যায়।
গত ১২ মার্চ জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলের ৬০০ নটিক্যাল মাইল দূরে অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে ফেলে জলদস্যুরা। এরপর ৩৩ দিন কাটে নানা উদ্বেগ-উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে। গত ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি।
এদিকে জিম্মিদশা মুক্তি মেলার পর থেকেই স্বজনরা রয়েছেন নাবিকদের ফেরার অপেক্ষায়। কবির গ্রুপের মিডিয়া কর্মকর্তা বলেছেন, এমভি আবদুল্লাহ নোঙর করার পরই শুরু হবে পণ্য খালাস। মঙ্গলবার বিকেল চারটার দিকে নাবিকরা সবাই সদরঘাটে কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন।
সেখানে গণমাধ্যম কর্মীরা নাবিকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন বলেও জানান তিনি।