• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

দাবদহের দাপটে ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিন ছুটি

আনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম


দাবদহের দাপটে ভারতের পশ্চিমবঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রোববার এপিবি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ  ছুটি ঘোষণা করেন। 

আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। রাজ্যে দাবদহের দাপট চলেছে। এ থেকে শিক্ষার্থীদের বাঁচানোর জন্য পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানান। সূত্র: অনন্দবাজার পত্রিকার।

এপিবি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। সোম থেকে শনিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা প্রতিষ্ঠান ছুটি চেয়ে আবেদন করেছিল। যার পরিপ্রেক্ষিতে এ ছুটি ঘোষণা করা হয়ে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।’’

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। রোববার তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

শনিবারও শহরে তাপপ্রবাহ হয়নি। রোববার তাপপ্রবাহের সম্ভাবনা নেই হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে দক্ষিণের বাকি তিন জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় রোববারও তাপপ্রবাহ হতে পারে। কলকাতাসহ সব দক্ষিণবঙ্গে সোমবার থেকে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Tags: