গাজীপুরের কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকার একটি পোশাক কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ১৮ জন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার (০১ মে) সোমবার সকাল ৮ টার দিকে কটন বিডি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার দিদারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এরই মধ্যে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরেফিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
কারখানাটির ফ্লোর ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, 'আজ মে দিবসে কারখানা বন্ধ ছিল। কিন্তু, আগামীকাল বিদেশি বায়ার আসার কথা আছে। এজন্য সকাল থেকে কিছু কর্মচারী ও ক্লিনার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও ফ্লোর ডেকোরেশনের কাজ চলছিল।'
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কাশিমপুরের জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামের ওই কারখানার কম্প্রেসার রুমে গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার স্টাফসহ ওই সময় অন্তত ১২ শ্রমিক দগ্ধ হন। বর্তমানের অবস্থা বলা যাচ্ছে না কতজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।