জাহাজেই ঈদ আনন্দ করলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিক। এক সঙ্গে ঈদ জামাত আদায় করার পাশাপাশি এদিন জলদস্যুদের কাছ থেকে ভালো খাবার পেয়েছেন তারা।
আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টায় জাহাজের ডকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা। এর হাসিখুশি মুখে ছবি তোলেন তারা। যে ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে। সোমালিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডকে যাওয়ার সুযোগ দেয় দস্যুরা। এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।