• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৮

নিজস্ব প্রতিবেদক ০৯ এপ্রিল, ২০২৪ ০৫:৩১ পিএম

ময়মনসিংহের সদর, ত্রিশাল, তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আট জন নিহত হয়েছেন। এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৪২ জন

ময়মনসিংহের সদর, ত্রিশাল, তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আট জন নিহত হয়েছেন। এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৪২ জন। 

পুলিশ জানায়, আজ সকালে সদর উপজেলার মাইজবাড়ী লেংড়া বাজার এলাকায় মাহেন্দ্র অটোরিকশাকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে স্বামী স্ত্রী ও তাদের দুই বছরের ছেলে নিহত হন। অন্যদিকে দুপুরে ত্রিশালের মাদানী সিএনজি স্টেশনের সামনে বাসের চাপায় ২ জন এবং বালিপাড়া সড়কে শালবন পরিবহনের একটি বাসের চাপায় আরও ২ জন নিহত হয়েছেন। এছাড়া তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন।


এদিকে মঙ্গলবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Tags: