প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) কে এম শাখাওয়াত মুন।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা করা কে এম শাখাওয়াত মুন পরবর্তী সময়ে ডেনিশ স্কুল অব জার্নালিজম, ডেনমার্ক থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
২০১৯ সাল থেকে একই পদে নিয়োগ পেয়ে এত দিন কাজ করছেন শাখাওয়াত মুন। আবারও তাকে একই পদে নিয়োগ দেয়া হলো।