• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

কেএনএফের চার সদস্য আটক, চলছে যৌথ সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক ০৮ এপ্রিল, ২০২৪ ০১:৩১ পিএম

যৌথবাহিনী অভিযান চালিয়ে কেএনএফে চার সদস্যকে আটক করে। এ সময় ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করে আইন প্রয়োগকারি সংস্থা

বান্দরবানসহ দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুচি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) বিরুদ্ধে যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইন প্রয়োগকারি সংস্থা। পরিস্থিতি মোকাবিলায় রুমা-থানচি উপজেলায় কেএনএফ এর লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যুক্ত করা হয়েছে সাঁজোয়া যান।

অভিযোনে থানচিতে কেএনএফ এর সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত এক গাড়িসহ ড্রাইভারকে আটক করা হয়। গতকাল রোববার রাতে থানচিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, রোববার গভীর রাতে রুমা থেকে কেএনএফের তিন সদস্যকে ও থানচি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে এক জনকে আটক করে। তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়িসহ ড্রাইভারকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, উপজেলাগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়ানো হবে। চলমান পরিস্থিতি মোকাবিলায় এসব সাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে।

Tags: