• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

ঈদে শুভেচ্ছা বিনিময় করলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মুকুল

নিজস্ব প্রতিবেদক ১১ এপ্রিল, ২০২৪ ০৮:৩৩ পিএম

ধনবাড়ী উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই

ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আবু তালেব মুকুল। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গিয়ে তিনি দিনব্যাপী এই শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা তার সঙ্গে উপস্থিত ছিলেন। 

আবু তালেব মুকুল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আগামী ০৮ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।      


আবু তালেব মুকুল বলেন, ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে ধনবাড়ী উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হয়েছি। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। আমার এই পদে আরও যারা প্রার্থী হবেন তাদের মধ্যে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ জন্য  আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।’


Tags: