• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

জুমাতুল বিদায় মসজিদে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক ০৫ এপ্রিল, ২০২৪ ০৪:৫৪ পিএম

জুমাতুল বিদার নামাজের আগেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মসজিদ। আজানের পরপরই শুরু হয় খুতবা

আজ পবিত্র জুমাতুল বিদা। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময়। উম্মতে মোহাম্মাদীর জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার হিসাবে বছর ঘুরে আসা মাহে রমজান আর তার সঙ্গে যুক্ত সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা।

জুমাতুল বিদায় প্রত্যেক মুমিন মুসলমানের মধ্যে কাজ করে বাড়তি আবেগ। মসজিদে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে নিজের আত্মার আকুতি দয়াময় প্রভুর দরবারে পেশ করাই যেন এ দিনে সব মুসলমানের পরম চাওয়া।

রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। অন্য যে কোনো সময়ের তুলনায় এই মাসের জুমার বরকত ও ফজিলত বেশি। মাহে রমজানের একটি জুমা অন্য সময়ের ৭০টি জুমার সমতুল্য মর্যাদাবান। তাই জুমাতুল বিদা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আলাদা করে দাগ কাটে।

জুমাতুল বিদার নামাজের আগেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মসজিদ। আজানের পরপরই শুরু হয় খুতবা। আলোচনায় আবারো মনে করিয়ে দেয়া হয় পবিত্র এই মাসের ফজিলত। রমজানের শেষ শুক্রবার কাধে কাধ মিলিয়ে নামাজ পড়েন মুসল্লিরা। নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাতে বিশ্বের সকল মুসলমানদের জন্য শান্তির দোয়া করা হয়। রমজানের বিদায়ে এসময় অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন।

Tags: