• শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪
logo

সড়ক প্রশস্ত করণে পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইল ধনবাড়ীর প্রাণকেন্দ্র কেন্দুয়া সড়ক। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত করণের কাজ শুরু হবে। ফলে ভোগান্তি কমে যাবে কয়েক উপজেলাবাসীর। তাতে সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে, থাকবে না যানজট। সড়কটি বর্তমানের চেয়ে দ্বিগুণ প্রশস্ত হচ্ছে। 

সেজন্য সড়কটি প্রশস্ত করণ পরিমাপ পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিমাপ পরির্শন করেন তিনি।

সূত্রে জানা গেছে, সড়কটির দু‘পাশ প্রশস্ত করণের কাজ দ্রুত শুরু হবে। এজন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগে সড়কটি প্রশস্ত করণে বাসস্ট্যান্ড হতে উপজেলার কেন্দুয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার সীমানা নির্ধারণ করা হয়। সড়কের  দু‘পাশের জমির মালিকরা নির্ধারিত মূল্যে  পাবে টাকা। এতে করে ভোগান্তি কমে যাবে পথচারীদের।  

পরিমাপ পরির্শনকালে উপস্থিত ছিলেন, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো: আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউএনও মো. আসলাম হোসাইন, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, এসিল্যান্ড ফারাহ ফাতিহা তাকমিলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব-উন-নাহার লিনা বকল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অনেকে।

উল্লেখ্য, এ জনগুরুত্বপূর্ণ সড়কটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় উপজেলা জুড়ে। বিষয়টি নজরে আসে উর্ধ্বতন কর্তৃপক্ষের।

Tags: