• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দুই বিমানে ধাক্কা

নিজস্ব প্রতিবেদক ২৭ মার্চ, ২০২৪ ০৭:০১ পিএম

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা মারে

ভারতের কলকাতা বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা ইন্ডিগো বিমানের। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রানওয়েতে দু’টি বিমান বিপজ্জনকভাবে একে অপরের কাছাকাছি এসে যাওয়ায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা মারে। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। ইন্ডিগো বিমানের একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়।


বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ ইন্ডিগো বিমানের উভয় চালককে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Tags: