• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বাগদান সারলেন সংগীতশিল্পী ঐশী

মঈন আব্দুল্লাহ, ঢাকা ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

বাগদান সারলেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তাঁরা। তাঁর হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। রোববার (২ এপ্রিল) রাতে এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ঐশীর মা নাসিমা মান্নান। তিনি বলেন, ‘ওদের পরিচয় দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত। হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। ঐশীর হবু বর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত।’

কবে নাগাদ পর্যন্ত তাঁরা পিঁড়িতে বসছে? এমন প্রশ্নের জবাবে ঐশীর মা বলেন,  ‘ঈদের পরের দিন-তারিখ চূড়ান্ত হবে। সবাইকে আমরা জানানো হবে।সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’ 

‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত এই সংগীতশিল্পীর আরেকটা পরিচয় হলো তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন। এবার জীবনের নতু্ন অধ্যায় শুরু করছেন ঐশী।

Tags: