• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

পুলিশে চাকরি দিতে ৬ লাখ টাকা নিয়েছি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক ২৪ মার্চ, ২০২৪ ০৩:৩৫ পিএম

গত বার উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচন হন হারুনার রশীদ হীরা

পুলিশের চাকরি দিতে ৬ লাখ টাকা নিয়েছি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরার।

বিষয়টি ভাইরাল হলে উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে তুলপাড়ের। এনিয়ে এখন সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। আসন্ন ০৮ মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত শুক্রবার রাতে উপজেলার কয়ড়া বাজারে নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন হারুনার রশীদ হীরা। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘‘আমি ১৭ জনকে পুলিশে চাকরি দিয়েছি। পুলিশের চাকরি দিতে একজনের নিকট হতে ৬ লাখ টাকা নিয়েছি। সেই টাকা দিয়া একজনকে মোটরসাইকেল কিনে দিয়েছি। যার দরকার। যাকে মোটরসাইকেল কিনে দিয়েছি ওই লোকটা আমাদের সাথেই থাকে। বাকি টাকা মন্ত্রীর সামনে ভাগবাটোয়ারা করে দিয়েছি।’’ 

অপরদিকে ভিডিওটি ভাইরালের পর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ স্থানীয় সচেতন মহলের। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতাকর্মী বলেন, সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হওয়ার সুবাদে হারুনার রশীদ হীরা খুশি মত কাজ করেন। তিনি কোনো আইন-কানুনের তোয়াক্কা করেন না। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় তাঁর নিজস্ব লোকজনকে সভাপতি করে শিক্ষক নিয়োগের নামেও বাণিজ্য করেছেন।

উল্লেখ্য, গত বার উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচন হন হারুনার রশীদ হীরা।

Tags: