• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মধুপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত -২

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইলের মধুপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপরজন।

 

আজ শনিবার বেলা ১১ দিকে জয়বেদপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের নেকিবাড়ি নামকস্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন- মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)। এ ঘটনায় আহত মারুফ হাসান চিকিসাধীণ। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুরাদ হাসান।

 

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মধুপুর থেকে ধনবাড়ী যাচ্ছিলেন বনি আমিন। নেকিবাড়ী গ্রামের আজমত আলীর ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তানভীর নামে আরেক চালকের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালকসহ আরোহী গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বনি আমিন ও তানভীরকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ পরিদর্শক তদন্ত মুরাদ হাসান জানান, ''ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।''

Tags: