ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন- ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন (৩০), গোলাম রসুল (৩৫) ও রাকিব (৩৯)।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, বেদেনা আক্তার নামে মারামারি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যায় পুলিশের তিন কর্মকর্তা। সেসময় বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাঈম ও হারুন এলোপাথাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, এর আগেই আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তিন পুলিশ কর্মকর্তার শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন।