মাগুরায় অসহায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়াদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম প্রমুখ।