মিসরের লোহিত সাগর উপকূলে একটি পর্যটকবাহী নৌকাডুবিতে ১৬ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসব ভূক্তভোগী পর্যটকদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মিসরীয় কর্তৃপক্ষ বলছে, লোহিত সাগরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার পর বিদেশিসহ ১৬ জন নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে দুজন ব্রিটিশ বলে বিবিসি জানতে পেরেছে।
অন্যদিকে ফিনল্যান্ডও নিশ্চিত করেছে, তাদের একজন নাগরিকের খোঁজ মিলছে না। এছাড়া উত্তর আফ্রিকার এই দেশটির কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে চার মিসরীয় নাগরিকও রয়েছেন।
মিসরের রেড সি প্রদেশের গভর্নরের মতে, পর্যটকবাহী নৌকাটিতে ১৩ জন ক্রুসহ ৪৪ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নৌকাটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়।
এদিকে কর্তৃপক্ষ এই ঘটনার সম্ভাব্য কোনও কারণ উল্লেখ করেনি, তবে নৌকায় থাকা লোকজনের কথা উল্লেখ করে বলা হয়েছে, একটি ঢেউ নৌকাটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়। আবহাওয়ার পূর্বাভাসদাতারা রোববার এবং সোমবার সামুদ্রিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক করেছিলেন।
কর্মকর্তাদের মতে, পাঁচ দিনের ডাইভিং ভ্রমণের জন্য গত রোববার মার্সা আলমের কাছে বন্দর ছেড়েছিল সি স্টোরি নামের এই নৌযানটি।
লোহিত সাগর প্রদেশের গভর্নর মেজর জেনারেল আমর হানাফি বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্সা আলমের দক্ষিণে ওয়াদি আল-গেমাল এলাকায় পাওয়া গেছে এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেছেন, মিসরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার জন্য প্রচেষ্টা আরও জোরদার করছে এবং উদ্ধারকারী দলগুলো চব্বিশ ঘণ্টা কাজ করছে।