• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০)-এর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়াপটল এলাকায় এ ঘটনাটি।  এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা ইয়াসিন ইসলাম (৫০) করিম-কে আটক করেছে ঘাটাইল থানা-পুলিশ। ইয়াসিন একই গ্রামের মুনছব আলীর পালকের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে মকবুল হোসেন কাজ করছিল। পূর্বে কলহের জেরে ইয়াসিন পেছন থেকে গাছের লাঠি দিয়ে মকবুলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় চাচা মকবুল হোসেন। স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ইয়াসিনকে আটক করে এবং মকবুলের মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ভাতিজা ইয়াসিনকে আটক করা হয়েছে। 

Tags: