নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করলে বা প্রচারণা চালালে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে।
আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন চায় সহিংসতামুক্ত সুষ্ঠু একটি নির্বাচন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে প্রার্থীকে। নির্বাচনে পেশিশক্তি ও অপপ্রচার রোধে সোচ্চার থাকতে হবে। বেশি ভোটাররা যাতে কেন্দ্রে আসেন সে ব্যবস্থা করতে হবে প্রার্থীদের।
এর আগে জেলার ৫ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হকসহ ৩ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির অধিনায়কসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।