• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

রমজানে পণ্যের দাম নিয়ে শঙ্কা, সচেতনতায় উপজেলা প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

প্রতিনিয়ত বেড়ে চলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। লাগামহীনভাবে এ দাম বাড়ায় ক্রয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে সাধারণ ক্রেতাদের।

রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে কেউ যাতে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে দুই দিনব্যাপী সচেতনমূলক প্রচারণা চালিয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের অংশ হিসাবে লিফলেট বিতরণ ও ব্যবসায়ীদের সতর্ক করে প্রচারণা চালানো হয়। 

প্রচারণায় অংশ নেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকলিমা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাজার ব্যবসায় সমিতির সভাপতি আব্দুল হাই প্রমুখ।

বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘রমজানে পণ্যের চাহিদা বেড়ে যায়। চাহিদা বেড়ে গেলে সরবরাহ আর চাহিদার মধ্যে ভারসাম্য নষ্ট হয়। রমাজনে আমদানি-নির্ভর পণ্যের মজুত নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি এবং পর্যাপ্ত প্রয়োজনীয় পণ্য মজুত আছে। কেউ যাতে পণ্যের দাম বাড়িয়ে কিংবা মজুত করে বাজার অস্থিতিশীল না করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’


 

Tags: