নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হল রুমে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগ, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খুরশিদুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্তমর্তা মোঃ নাহিদুর রহমান প্রমুখ।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুফলভোগী মাঠ পর্যায়ের ৪০ জন ক্ষুদ্র কৃষক-কৃষাণী তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।