বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক কারণে নয়, বরং অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিছুল হক। এদিন, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভাকক্ষে বৈঠক করেন। বেঠক শেষ হলে নিজ কক্ষে যাওয়ার সময় করিডোরে সাংবাদিকদের সঙ্গে চলমান নানা ইস্যু নিয়ে কথা হয় মন্ত্রীর।
পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের ব্যাপারে জানতে চাইলে আনিসুল হক বলেন, সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন আইজিপি। এ সময় আমরা আমাদের সব ব্যাপারে আলোচনা করেছি।
এ সময় বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের নামে মামলা সংক্রান্ত ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না―এমন প্রশ্ন করা হলে কোনো জবাব দেননি আইনমন্ত্রী। তবে দলটির নেতাদের ধর-পাকড়ের ব্যাপারে তিনি বলেন, আমার মনে হয় আপনারা এ প্রশ্নের জবাব সঠিকভাবে যেখানে পাবেন, তা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।