• বুধবার ০৮ জানুয়ারী, ২০২৫
logo

‘আগুন-সন্ত্রাসের কথা মানুষ এখনো ভুলে নাই’

নিজস্ব প্রতিবেদক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম


‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে যে উন্নয়ন করেছে এটা দেশের জনগণ দেখেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে এটা কোনো দিন সম্ভব হতো না। বিগত সময়ে ‘আগুন-সন্ত্রাসের কথা মানুষ এখনো ভুলে নাই’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।’

আজ রোববার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু মডেল গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ ও বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন ড. মো. আব্দুর রাজ্জাক। 

ক্ষমতাসীন দলের এই মন্ত্রী আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগুন-সন্ত্রাস নয়, উন্নয়নের পক্ষে এবং উন্নয়ন দেখে নৌকাতেই ভোট দিবে জনগণ। জনগণ দেশের উন্নয়ন চায়। তাঁরা জ্বালাও, পোড়াও, সন্ত্রাস এবং চাঁদাবাজী এদেশে দেখতে চায় না। যে কর্মকাÐগুলো বিএনপি-জামায়াত করে এসেছে। বিএনপি-জামায়াত দেশের মানুষের কথা না ভেবে বরং নিজের স্বার্থকে সব সময় দেখেছে। কাজেই উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিবে জনগণ এবং শেখ হাসিনার সরকাকে আবারও ক্ষমতায় আনবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো অস্ত্রবাজী করে ক্ষমতায় আসে নাই। আমরা অস্ত্রবাজী ও আগুন সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের মূল শক্তি এদেশের জনগণ। আমাদের লক্ষ্য রাখতে হবে স্বাধীন বাংলাদেশ যেন দুর্বৃত্ত, অর্থপ্রচারকারী, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির হাতে কোনো ভাবেই যেতে না পারে।’

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। সঞ্চালনা করেন ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক শফিকুর রেজা বিশ্বাস, ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন, সাবেক অতিরিক্ত নিবন্ধক ও বঙ্গবন্ধু মডেল গ্রামের সভাপতি মো. আসাদুজ্জামান দুলা, বঙ্গবন্ধু মডেল গ্রাম পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হেলাল উদ্দিন প্রমুখ। এ সময় আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য, শিক্ষক-শিক্ষার্থী ও সুদিজন উপস্থিত ছিলেন।

Tags: