• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

কাভার্টভ্যান চাপায় প্রাণ গেল দুই জনের

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্টভ্যান চাপায় এনজিও কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ভাইঘাট নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত ব্যক্তিরা হলেন- ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭) ও পাবনা জেলার ভাংগুড়া উপজেলার ময়দান দিঘীর বড় পুকুরীয়া গ্রামের নেক্কার আলীর ছেলে এনজিও কর্মকর্তা (প্রশিকা) ধনবাড়ী উপজেলা শাখার ব্যবস্থাপক মোতালেব হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে একটি কাভার্টভ্যান টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। ভাইঘাট নামকস্থনে পৌঁছলে কাভার্টভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এ সময় পাশের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থালেই মারা যান জাহিদ হাসান ও মোতালেব হোসেন। 

ধনবাড়ী থানার ওসি তদন্ত ইদ্রিস আলী বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্টভ্যানটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পলাতক। 

Tags: