• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

প্রথমবারের মতো ফ্রান্সে যাচ্ছে দিনাজপুরের সুস্বাদু লিচু

শাহরিয়ার সুমন, দিনারপুর ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

দেশে লিচুর জেলা হিসেবে পরিচিত দিনাজপুর। এই জেলার সুস্বাদু লিচু প্রথমবারের মতো যাচ্ছে ফ্রান্সে। প্রথম চালানে ৪০টি ক্যারেটে ১৬ হাজার পিস বেদানা লিচু ফ্রান্সের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

সোমবার (০৬ জুন) রাতে প্রশাসনের নিজস্ব পরিবহনের মাধ্যমে বেদেনা জাতের ১৬ হাজার পিচ প্রায় ৩০০ কেজি ওজনের লিচু ৪০টি ক্যারেটে করে ঢাকায় পাঠানো হয়। এই লিচুগুলো ঢাকায় গিয়ে কার্গোর মাধ্যমে ফ্রান্সে যাবে। 

একই দিন সকালে জেলার বিরল উপজেলার চকভবানী গ্রামের আফজাল হোসেনের বাগান থেকে মিন্টু ইসলাম নামে এক ব্যক্তি লিচুগুলো সংগ্রহ করেন। জেলা প্রাশাসকের মাধ্যমে লিচুগুলো ফ্রান্সের প্রাইম এশিয়া কোম্পানীর স্বত্বাধিকারী শেখ মাসুমের কাছে পাঠানো হবে।

প্রশাসন ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, লিচুর গুনগত মান ঠিক রেখে লিচুর এই প্রথম চালান পাঠানো হয়েছে। এর পরের চালানে প্রায় সাড়ে ৫ লাখ পিস চায়না থ্রি জাতের লিচু পাঠানো হবে। সোমবার সন্ধ্যায় লিচু রপ্তানির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

 

সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে লিচু রপ্তানীর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।  


এছাড়ায় আলোচনা সভায় বক্তব্য রাখেন_অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান। 

জেলা প্রশাসক বলেন, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে উৎপাদিত কৃষিপণৗ পাওয়া যায়। এবার পরীক্ষামূলকভাবে বাংলাদেশ তথা দিনাজপুরের ঐতিহ্যবাহী বেদানা লিচু ফ্রান্সে পাঠানো হলো। সফল হতে পারলে আগামীতে আরও লিচু রপ্তানি করা হবে। লিচু যাতে নষ্ট না হয় এবং গুনগত মান ঠিক থাকে সেদিকে নজর দেওয়া হয়েছে। লিচুগুলো ৭২ ঘণ্টার মধ্যে ফ্রান্সে পৌঁছাবে।
 

Tags: