• বুধবার ০১ জানুয়ারী, ২০২৫
logo

মহাদেবপুরে ১৮১ জন সুফলভোগী পেলো ষাঁড় বাছুর ও গৃহের উপকরণ

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮১ জন সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আজ মঙ্গলবার মঙ্গলবার (৩০ মে) উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান। প্রধান অতিথির বক্তব্য দেন__উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, ভেটেরিনারি সার্জন ডা. মো. আল-আমিন তান প্রমুখ। 

Tags: