• বুধবার ০১ জানুয়ারী, ২০২৫
logo

মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নওগাঁর মহাদেবপুরে একটি অটো রাইস মিলে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা-পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন আজ মঙ্গলবার (৩০ মে) রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন__আতিকুর রহমান আতিক, আব্দুল আহাদ, মামুনুর রশিদ মন্টু, মো. সান্টু, ময়নুল ইসলাম। এদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়।  

থানা-পুলিশ ও  মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে ভীমপুর ইউনিয়নের বাগাচারা নামকস্থানে ভীমপুর আপন চিন্তা অটোমেটিক রাইস মিলে ১৪/১৫ জনের একদল ডাকাত মিলে প্রবেশ করে। মিলের ম্যানেজারসহ কয়েকজনকে তাঁরা অস্ত্রের মুখে বেঁধে মারপিট করে। আলমারীর চাবি নিয়ে নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা ও ৯টি মোবাইল লুটে নেয় ডাকাতেরা।

পুলিশ আরও জানান,  তাদের হেফাজতে থাকা নগদ ১ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা, মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, রশি, টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। 

ওসি মো. মোজাফ্ফর হোসেন বিডি নিউজ বুকবে বলেন, 'গ্রেপ্তরকৃত আসামীদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।' 

Tags: