নওগাঁর মহাদেবপুরে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন নিহত হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন আজ মঙ্গলবার (১৩ জুন) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সোমবার দুপুরে উপজেলার তেতুলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উড়াও (২৫) উপজেলার জন্তি গ্রামের ফুলচান উড়াও এর ছেলে।
এছাড়াও আহত ব্যক্তিরা হলেন_ উপজেলার হাসিয়াড়া গ্রামের সমা উরাও ও বিনোদপুর গ্রামের চান্দু উড়াও। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাটাকাটা গ্রাম এলাকা থেকে ওই তিন মোটরসাইকেল আরোহী বরযাত্রীর সঙ্গে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে তেতুলপুকুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাথে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। তিন জনই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপালেলে নিলে ডাক্তার সাগর উড়াওকে মৃত ঘোষণা করেন।