নওগাঁর মহাদেবপুরে 'সমলয়' পদ্ধতির বোরো ধান কর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বকাপুর মাঠে (১৬ মে) ধান কর্তনের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। এ সব ধান কর্তনের উদ্বোধন করা হয় ধান কাটার যন্ত্র হার্বেষ্টার মেশিনের মাধ্যমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন_ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ। এ সময় বক্তব্য দেন__ উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান, ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষি কর্মকর্তা মো. মোমরেজ আলী ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ অন্যরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বকাপুর মাঠে 'সমলয়' পদ্ধতি ৫০ একর জমিতে উচ্চ ফলনশীল জাতের
এসএল-৮ ধান চাষ করে চাষিরা। এটি একটি আধুনিক পদ্ধতিতে চাষবাদ। ফলনও হয় দ্বিগুণ।
এর আগে জেলা প্রশাসক উপজেলার ২ জন কৃষককে ৫০ ভাগ ভূর্তিকীতে ২টি ধান মাড়ায়ের মেশিন বিতরণ করে