• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মহাদেবপুর-পোরশা সড়ক উন্নয়ন কাজের ফলক উদ্বোধন

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নওগাঁর মহাদেবপুরে মহাদেবপুর-পোরশা আন্তঃজেলা সংযোগ সড়ক উন্নয়ন কাজের ফলক উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার (১৩ মে) ফলক উন্মোচন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলদাছী) সংসদীয় আসনের এমপি মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। 

এ উপলক্ষে উপজেলার কুঞ্জবন বাটুলতলী এলকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন__খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন। এ সময় বক্তব্য দেন__ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান এবং সড়ক ও জনপথ বিভাগ পত্নীতলার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন। 

জানা গেছে, প্রায় ১৩০ কোটি টাকা ব্যায়ে ৩৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন কাজ করা হবে। নওগাঁর সদরসহ মহাদেবপুর- পোরশা উপজেলা এবং জেলার সড়কগুলোর সাথে যোগাযোগ আরও স্বচল হবে। 

Tags: