দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) এই অঞ্চলের উন্নয়নে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এজন্য সার্ক সচিবালয়কে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা সফররত সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সার্কের মহাসচিব সংস্থাটির কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্রসচিবকে অবহিত করেন।
পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন সার্কের মহাসচিবকে বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে কাজ করতে প্রস্তুত রয়েছে ঢাকা। দক্ষিণ এশিয়ার এই সংস্থাটিকে জীবিত করতে ঢাকা সার্কের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
সার্ককে এগিয়ে নিয়ে যেতে এই জোটের সদস্য দেশগুলোর পররাষ্ট্রসচিবদের নিয়ে বৈঠক করা হবে। আগামী বছর জানুয়ারিতে ঢাকায় তরুণের উৎসব অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের তরুণ সম্প্রদায় অংশ নেবে এবং সংলাপ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিনিময় ঘটবে। এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে সার্ক সচিবালয়কে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে।