বিগত সরকারের আমলে শুধু পরিচিতির খাতিরেই বিদ্যুৎকেন্দ্র বন্দোবস্ত আর বিদ্যুৎ কেনাবেচা হয়েছে বলে অভিযোগ করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৭ ডিসেম্বর) ডিসিসিআই আয়োজিত ‘প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি’ শীর্ষক সেমিনারে তিনি এই কথা জানান।
উপদেষ্টা বলেন, সাময়িক সমাধান হিসেবে শিপ্লখাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে। এটি একটি কোম্পানির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছিল।
উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট দেয়া হবে না। যে কারণে ২০১০ সালের কালো আইন বাতিল করে দেয়া হয় বলে জানান ফাওজুল কবির।
তিনি বলেন, ‘ভালো উদ্যোক্তা হলে টাকা হাতবদলের প্রয়োজন নেই। এমনিই বিদ্যুৎ ও জ্বালানিখাতে ব্যবসা করতে পারবে।’