বগুড়ার নন্দীগ্রামে দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী আর নেই।
আজ (০৭ মে) রোববার সকালে পৌরসভার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে নানা রোগে তিনি ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহাস্রাধিক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি দুর্নীতি প্রতিরোধ ও মানবাধিকার নিয়ে কাজ করতেন।
অধ্যক্ষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র, নন্দীগ্রাম-মডেল প্রেসক্লাব, বিভিন্ন জনপ্রতিনিধি ও সংগঠন। তাঁরা শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।