টাঙ্গাইলের ধনবাড়ীতে গাছ কাটার সময় ডাল পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের কিসামত ধনবাড়ী (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহীন আলী (৪০), তিন সন্তানের জনক। তার বাড়ি পার্শ্ববর্তী মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি বাজারে। সে মৃত খাদু শেখের ছেলে। ধনবাড়ী নতুন বাজারের গাছের বেপারী শাহীন মিয়ার অধীনস্ত ছিলেন নিহত শ্রমিক।
নিহতের সহযোগী ইউসুফ আলী, আয়ূব আলী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আমিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো, ইজ্জত আলীর বাগানে সকাল থেকে তাঁরা তিন জন মিলে আকাশ মণি গাছ কাটছিলেন। গাছের উপরে বসে ইউসুফ আলী কাটছিলেন। এ সময় বড় একটি ডাল কাটতে গেলে ডালটি ভেঙে শাহীন আলীর মাথায় পড়ে। ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ধনবাড়ী থানা পুলিশ, ফায়ার ব্রিগেড ও জনপ্রতিনিধিরা।
এ ব্যাপারে ধনবাড়ী উপপরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।’